Hot Posts

8/recent/ticker-posts

শারদ উৎসবের আগে খুশির হাওয়া পর্যটনে।

তিন মাস বন্ধ থাকার পর শনিবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল জলদাপাড়া জাতীয় উদ্যান ও বক্সা ব্যাঘ্র প্রকল্প। শারদ উৎসবের আগে খুশির হাওয়া পর্যটনে। 

জানা গিয়েছে, আজ শনিবার থেকেই জলদাপাড়াতে শুরু হয়েছে জঙ্গল সাফারি ও হাতি সাফারি। এদিকে এবছর জলদাপাড়া জঙ্গল সহ বেশকিছু জঙ্গলে পর্যটকদের প্রবেশের ফি বৃদ্ধি হয়েছে।

হাতি সাফারির খরচ কিছুটা বেড়েছে। অন্যদিকে আজ থেকেই বক্সা ব্যাঘ্র প্রকল্পে শুরু হয়েছে জঙ্গল সাফারি। বক্সা ব্যাঘ্র প্রকল্পে প্রবেশের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে ফি। আগে জনপ্রতি ১২০ করে খরচ হতো যা বেড়ে হয়েছে ১৬০ টাকা।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ